প্রকৃতির প্রতিশোধ
------সুপর্না কর
মানব যখন নরপশুর রূপ ধারণ করে,
প্রকৃতিকে কলুষিত করতে শুরু করে,
তখনই মানবজীবন প্রকৃতির রোষে পড়ে।
যে মানবজাতি প্রকৃতিকে দিয়েছিল প্লাস্টিকে মোড়ে।
আজ সেই প্লাস্টিকই রক্ষাকবচ হয়ে
আছে মানুষের শরীর জুড়ে।।
বৃক্ষকে ধ্বংস করে মানব বানিয়েছে রাজপ্রাসাদ।
আর আজ একটু অক্সিজেনের জন্যই
চারিদিকে শুধু মানুষের আর্তনাদ।।
ধর্ম নিয়ে মানুষে মানুষে হয়েছে কত হানাহানি!
কোথায় গেল ধর্ম ? কোথায় গেল জাতপাত?
চারিদিকে শুধুই এখন মৃত্যুমিছিলের প্রতিধ্বনি।
পৃথিবীর বুকে অধার্মিক ব্যাভিচার,
মানুষেরই মানুষের উপর নৃশংস অত্যাচার,
এই দেখে চতুর্দিকে গর্জে উঠেছে প্রকৃতির হুঙ্কার।
মানবের কারণেই আজ মানবজীবনে উপচে পড়েছে প্রকৃতির ক্রোধ।
যতবারই মানবজাতি পরিণত হবে নরপিশাচে,
ততবার মহামারী রূপে ফিরে আসবে প্রকৃতির প্রতিশোধ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন