সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ৩০ মে, ২০২১

জয়ন্ত দেবনাথ


 

                 কবিতাকে চাই


                              -----জয়ন্ত দেবনাথ


সে তো আমায় ছেড়ে গেছে কোথায় তারে পাবো! 

ঠিকানাটা দেবে আমায়? আনতে তারে যাবো। 

সে ছিল যে আমার মনে পদ্ম পাতার জল,

হৃদয় সরোবরে ঢেউয়ে করত টলমল।

হৃদয় হল শুষ্ক মরু দুঃখের তাপে দহে, 

পদ্ম পাতার শিশির সে যে কি করে সে সহে! 

কবিতা সে দিল ফাঁকি মনের দুয়ার খুলে, 

বহু দূরে গেছে চলে আমায় গেছে ভুলে!

কোথায় তারে পাব আমি? তোমার তাকে চাই!

নিঃরস গদ্যের হৃদয় আকাশ কাব্যের মেঘ নাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন