সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ৩০ মে, ২০২১

টিটু বনিক


 

                 ভুলের পরিণাম 


                                   ------টিটু বনিক 


আমার গৃহের প্রাচীর যখন ভগ্ন ছিলো 

তুমি আসনি কখনো প্রেম দিতে 

তুমি এসেছিলে শুধু বৃহৎকে আরও বৃহৎ করতে।


আমি সরল ছিলাম জলের মত,

আমি উপবন দেখে দৌড়ে গেলাম,

গোলাপ দেখে হাত বাড়ালাম,

আমি জানতাম না কাটা ছিলো ফুলের ছদ্মবেশে অস্ত্র ছিলো।


আমি তোমায় দেখলে বসন্ত ভাবতাম 

আপন ভেবে আগলে ধরতাম 

আসলে তুমি ঝড় ছিলে,আমার শহর ধ্বংস  করলে।

এখন আমি অধঃপতন এখন আমি ডুবন্ত নৌকা।

এখন আমি  যাযাবর পাখি এক আপন হারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন