মৃত্যুর ডাক
------প্লাবন সরকার
কি জানি কখন কবে ধেয়ে আসে ভয়ালদর্শন মৃত্যুদূত,
ডাক আসলে যেতেই হবে নিয়তির লিখনে,
সময় অল্প জানি, কাজ যে বহু,
তবুও ডাক আসলে যেতেই হবে,
বেলা অবেলার কাজ সেরে উঠতে না উঠতেই ডাক এলো,
ডাক আসলে যেতেই হবে,
উপরওয়ালা সুবিবেচক, জানি অসীম দয়ালু,
তারপরও তিনি বড় কাউকে কাউকে অবেলায় ডাক দেন
উপায় নেই সে ডাক উপেক্ষা করার,
ডাক আসলে যেতেই হবে,
বিশ্বভ্রমান্ড চলে তার হাতের ইশারায়,
সে থাকে সদা স্থির,আমরাই চলনশীল,
সম্রাট জিউসের ভয়ালদর্শন বর্ম, মৃতসঞ্জীবনী তার ডাকের কাছে অর্থহীন,
রাজা মহারাজা, সাধু সন্তু, ফকির দরবেশ সবাই সমান তাঁর কাছে,
অপরিবর্তিত তাঁর আইনের শাসন,
ডাক আসলে যেতেই হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন