সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ৩০ মে, ২০২১

অমল কুমার মাজি


 

                      ঝড়


                                   ------অমল  কুমার  মাজি 


ভিতরের পৃথিবীতে আচমকা ঝড় ওঠে

মাঝ রাতে ঘুম ভেঙে যায়

শরীরের ধমনীতে  তপ্ত রক্ত ছোটে

বিবেকের দংশন যাতনা বাড়ায় !

বাতাসে দু'হাত ছুঁড়ে মিছিল এগিয়ে চলে 

নিষ্ফল চিৎকারে  হায়!

উপোসী স্নাতক শুধু দুপুর গড়িয়ে  গেলে 

এক খিলি পান কিনে মুখটা রাঙায় !!

কতশত দ্রৌপদী প্রতিদিন প্রতি পলে 

হ'য়ে যায় সংবাদ -শিরোনাম

সাজানো মঞ্চে তবু ভাষণের কারসাজি 

"থোড়-বড়ি- খাড়া" আর "খাড়া-বড়ি-থোড়" অবিরাম!!

হাইজ্যাক হ'য়ে যায় বিশ্বকবির গান

নেই কপিরাইটের বন্ধন

লুটেরার উল্লাস ছাপিয়ে শ্রবণে আসে

মাতৃভূমির চাপা ক্রন্দন !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন