সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

হেমন্ত দেবনাথ


 

        পথ

            -----হেমন্ত দেবনাথ


পথ তুমি কার?

তুমি তো  সবার।

তোমার  উপর আনাগোনা 

যাত্রী আর যানবাহন,

সংখ‍্যা নাহি যায় গুণা।

    

তোমার  বুকে সহসা

যতসব  "যানজট।"

সেই 'জ‍্যাম' খোলে না চটপট।

তোমার  কালো পীচের উপর

স্বাচ্ছন্দ‍্যে যাতায়াতে ----

 সবারই  যেন নজর।


  তুমি নীরব স্বাক্ষী,

 দেখেছো কত না দুর্ঘটনা---

এ নিয়ে  তোমার বুকে নির্বাক যাতনা।


মাঝে মাঝে তুমি হাঁফিয়ে পড়ো।

তবুও তুমি দায়িত্ব পালিতে দৃঢ়।

অবিরত যানবাহনের চাপে

তোমার  যেন নাভিঃশ্বাস।

বুঝতে চায় না কেউ তোমার  দীর্ঘশ্বাস।

সবাই তোমায়  ব‍্যবহার করি

স্বার্থপরের মতো।

বর্জ‍্য-আবর্জনা তোমার  উপর

ফেলে দেয় যত।

তোমার  শরীরের  ক্ষত সারাতে

বেমালুম যায় ভুলে।

সারিয়ে তোমার  দায়িত্ব  পিঠে----

সহসা নিতে  চায়নি তুলে।

পথ,তুমি সর্বক্ষণের সাথী।

ধন্য যাত্রীরা হৃদয়ে তোমায় গাঁথি।

           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন