সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

মধুমিতা ভট্টাচার্য


 

           মধ্যবিত্ত


                    -----মধুমিতা ভট্টাচার্য


একটি গোবরে পোকা,ভো ভো করে উড়ে।

আবার মাটিতে পড়ে যায়,

আবার উড়ে,আবার পড়ে,

একসময় শান্ত হয়ে মাটিতেই পড়ে থাকে।

ঠিক যেনো মধ্যবিত্তের মতো।

দু' নৌকায় পা দিয়ে চলতে চলতে,একসময় ভরাডুবি ঘটে।

সমাজ বিলাসের হাই স্ট্যাটাসে নাম লিখাতে ব্যস্ত বাইরে-

ঘরে তখনও 

     মাসকাবারি হিসেব নিয়ে তুমুল ঝগড়া বউয়ের সাথে -

" অমুক বাবুর ছেলে বিদেশ গেছে পড়তে,

মেয়ে বিয়েতেও কোটি টাকার বাজেট,

স্ট্যাটাস নিয়ে কথা !

ছেলেকে ডোনেশনে পড়াতে হবে বিদেশে।

দেশের পড়ার মুখে ছাই,

আর লোনে হবে মেয়ের বিয়ে,, ঠিক অমুক বাবুর মেয়েরই মতো।

পরে খাবো কি?আঙুল চুষবো?

এখন তা ভাববার সময় নেই।"

বছর খানেক পরে যখন 

চাকরিতে রিটায়ার্ড,

  কিছু গেল ছেলেকে বসাতে 

কিছু গেল লোনে।

এবার,বাবুর আর সেই ঠাঁট নেই,বাট আছে ঝুলে।

পুরনো কাপড়ে ইস্ত্রি দিয়ে 

  রেশনে মুখ ঢেকে।

"রেগার খাতায় নাম লেখাতে 

     পারবো না তো কভু?"

পকেট খালি হলেও 

   মধ্যবিত্তের স্ট্যাটাস ভারি।

     বড়লোকের নাইট পার্টিতে 

    ইনভাইটেশন আসেনা তবু !

এ দলের নয়,ও দলের নয় 

     মাঝখানে হাবুডুবু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন