সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

কিশোর কুমার ভট্টাচার্য


 

         করুয়া মন


                -------কিশোর কুমার ভট্টাচার্য


আজমতের আজ হয়েছে

 বড়ো খিদমত ;

বেজায় আছে চটে 

একটা ঘটনাও আছে বটে। 

কেউ জানুক বা  

না জানুক, 

জানে একজনা

সকাল থেকে সন্ধ্যা গড়ালো 

একবারও খবর নিলো না। 

সামনে এলেই জানার ভান 

কেমন আছেন আজমত খান!

আজ কাজের ভারে সামনা-সামনি কথা হয়নি 

তা-ই বলে কী হয়ে গেলো 

দূরের মেহমান। 

রাগে গোঁসায় ফুঁসছে আলি

টের পাবিরে বাগান মালি ;

খামখেয়ালি মেজাজ করে 

হোস না যেনো চোখের বালি।


 

রচনাকাল :-১৭/৩/২০২২ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন