শুধু তোমায় রাঙাবে বলে
-------সুজন দেবনাথ
ওগো আমার প্রাণের সখা
আঁখি খুলে তুমি দেখো,
নবীন আজি ডাকছে তোমায়
তারে তব হৃদয়ে রেখো।
প্রভাতের এই মুক্ত হাওয়ায়
পুলকিত হোউক প্রাণ,
প্রতিটা সকাল উজ্জ্বল হয়ে
ধরা দিক তব স্থান।
উজ্জ্বল হোক আগামী তোমার
এই নবীন প্রাতের মতো,
প্রতিটা বসন্ত তোমারই হয়ে
ফুল ফুটুক শতো শতো।
যেমন কাটে আঁধার যামিনী
শশী চন্দ্রিমা দিয়ে ধরা,
তোমারও আঁধার কাটবে বন্ধু
হইওনা কো দিসে হারা।
চেয়ে দেখো আজো কতো কুঁড়ি
ওই পলাশের ডালে ডালে,
কোকিল আজো গায়নি সে গান
শুধু তোমায় রাঙাবে বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন