হোক লুকোচুরির অবসান
----- রাজেশ ভট্টাচার্য্য
আঁকা-বাঁকা পাহাড়ী পথে
আমাদের প্রথম যোগ।
পথে ছিলনা কোনো কালো ছাপ।
দেখেছি সেই পথ
তোমার চোখে, তোমার কবিতায়।
ভাঙা পথেই প্রথম পেয়েছি তোমাকে,
তোমার সৃষ্টিতে, তোমার কারিগর কবিতায়।
চার চোখ কথা বলেনি আজও।
তবু করেছো, আপনার চেয়েও আপনার।
হে কিশোর কবি!
চলো যাই হেমন্তের কাছে।
হোক লুকোচুরির অবসান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন