সন্নিবদ্ধতার উপসংহারে
-----মিঠু মল্লিক বৈদ্য
আগুণ পাখির চরম উদ্যামতায়,
অংশুমালীর সারল্যতায় যাদের ভয়,
তাদের সমুখে হও হিমালয়।
অবিশ্বাস, কূটনীতি আর
হীনমন্যতা যাদের হাতিয়ার
তাদের সমুখে ছড়াও রক্তিম ভালোবাসা।
ভালোবাসায় যারা বাণিজ্য দেখে,
সৌহার্দ্যে খোঁজে সৌজন্যতা
তাদের সমুখে হও বহমান শৈবলিনী।
শিষ্টতায় যারা কপটতা খোঁজে
মিষ্টি হাসির আড়ালে লুকায় ছলনা
তাদের সমুখে হও দিলদরিয়া।
যারা সামনে নয়
পেছনে রচে কপটতার খেলাঘর
তাদের লাগি সাজ উন্মাদ কালবৈশাখী।
নৈতিকতায় যাদের প্রশ্নচিহ্ন,
অন্যের ছায়াতলে খোঁজে নিজের অস্তিত্ব,
তারা কখনো হয়না কারোর আপন।
যাদের ভালোবাসার ঋণে হয়েছ ঋণী
ঋণ শোধের ডাকে হও আগুসারী
দাবানলের মতো জ্বালিয়ে দাও সকল বিদ্বেষ নীতি।
সকল সন্নিবদ্ধতার উপসংহারে
আগুন পাখিরা উড়ুক নিজ মহিমায়
অংশুমালী ছড়াক আলো আপন গরিমায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন