জীবন যুদ্ধ
-----জগন্নাথ বনিক
জীবন যুদ্ধ বড়ই কঠিন,
যদি না, সামলাতে পারে।
সংসার নামক পরিবারটি,
অপবাদ দেয় বারে বারে।।
স্ত্রী বলো আর সন্তান বলো,
সবার চাহিদা অনেক অনেক থাকে।
আমি যে গৃহকর্তা খাঁটছি গাধার মতো,
আমাকে বলে না কেউ থামতে।।
বড়ই দুঃখ বৃদ্ধ বয়সে,
যখন চলে না শরীরের একটি অঙ্গ।
আপন ভেবে আর,কেউ ভালোবাসে না,
পাইনা আর আগের মতো আমার পরিবারের সঙ্গ।
এই হলো আমার বৃদ্ধ জীবন,
চলছে জীবনের দুখ।
গৃহকর্তা সেজে ধরেছি হাল,
তবুও আসেনি জীবনের সুখ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন