নীলকণ্ঠ প্রেমিক
--------রাজেশ ভট্টাচার্য্য
ভালোবেসে করেছি বিষ পান।
বিষের নেশায় হয়েছি আসক্ত।
আত্মহত্যা করতে চাইনি।
চেয়েছিলাম বাঁচতে, ভালোবাসতে।
মনের রানী বানিয়ে ভালোবেসেছিলাম
তোমার নারী রূপকে।
কথা হয়েছিল----
জন্ম-জন্মান্তর হাতে হাত রেখে পথ চলার।
আমার প্রথম ভালোবাসা,
কত স্বপ্ন, কত কথা আজ তাসের ঘর।
বিশ্বাসের হল অপমৃত্যু।
মারণ রোগ তোমাকে করেছে গ্রাস, বলেছিলে।
কেঁদেছিলাম দেবতার পায়ে।
চেয়েছিলাম জীবন, জীবনের বিনিময়ে ।
অমৃতের সন্ধানে খুঁজে পেয়েছি বিষকুম্ভ।
ঢেলেছো বিষ আমার জীবন পথে।
বিষপান করে হয়েছি বিশ্বম্ভর।
তোমার নারীত্বের সম্মান বাঁচাবো বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন