সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

কিশোর কুমার ভট্টাচার্য


 

     চলো যাই


          ------কিশোর কুমার ভট্টাচার্য


চলো, চলো যাই 

হেমন্ত নিবাসে,

টাকা চাই না, পয়সা চাইনা, 

চলো যাই 

একটুখানি শান্তির আশে।

হে কিশোর!   

প্রৌঢ় হেমন্ত 

এখনো দেখো কেমন 

যৌবনের ছোঁয়ায় প্রাণবন্ত। 

পাতা গুলো ঝিরিঝিরি স্বরে 

পড়ছে ঝড়ে 

এক একটি দিন করে। 

সময় যাবে চলে 

বসন্ত শেষে গ্রীষ্ম এসে যাবে ;

রবির পরশে  নতুন বরষে সাজবে  বৈশাখ। 

চলো যাই বৈশাখী পূর্ণিমায় 

রবির সাজানো আঙ্গিনায়, 

বসে সময় কাটাই  

কিছু কথায়;

হাসি ঠাট্টায়,

রবি-চন্দ্রের 

আশিস্ পাবার আশায়। 


রচনা কাল:- ২১/৪/২০২২, বৃহস্পতিবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন