বিশ্বাসযোগ্যতা
------চিন্ময় রায়
মানব চলছে মানবের মতো-
সঙ্গে নানা কথা।
মনে রেখো মানবের মাঝে,
শ্রেষ্ঠ হচ্ছে বিশ্বাসযোগ্যতা।
বিশ্বাসেই তো মানুষ চলে,
নানা রকম কথা বলে বিশ্বাস অর্জন করে-
বিশ্বাসঘাতক অবিশ্বাসের ফলে,
ডিপ্রেশনে ভোগে মরে।
যোগের সাথে তাল মিলিয়ে চলছি মোরা সকলেই,
সমবয়সী ছোটরাও আজ,
প্রাণ হারাচ্ছে অকালে।
বিশ্বাস আছে বলেই তো মানুষ সম্পর্কগুলো গড়ে,
অবিশ্বাসের ফলেও আবার সম্পর্কে ফাটল ধরে।
বিশ্বাসেই তো জীবন চলে-
সে কথা জ্ঞানীরা ও বলে,
তাইতো বলি মানবজাতি,
বিশ্বাস রেখো অপরের প্রতি,
বিশ্বাসের ফলে ক্ষতি হবে না সমাজ ও মানুষের-
অপর ক্ষেত্রে দেখলাম আমি অন্ধ বিশ্বাসের ফলে,
সকল মানুষ নিজের নিজের স্বার্থ বুঝে চলে।
স্বার্থের জন্য মানব আবার খুনোখুনি করে,
সেই কারণে ও মানব জাতি,
সত্যিই ভোগে মরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন