সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

হেমন্ত দেবনাথ



                      সাম্যের কবি


                                 ------হেমন্ত দেবনাথ 


যার লেখায় ছিল, বিদ্রোহের ছোঁয়া 

স্বভাব ছিল না তাঁর কারো কাছে মাথা নোয়া। 

শোষণের বেদীমূলে ঢেলে দিয়ে ঘৃণা 

বাজালেন তিনি বিদ্রোহের “অগ্নিবীণা”। 

লিখলেন তিনি “কান্ডারী হুঁশিয়ার” আর “বিদ্রোহী” 

রক্তক্ষরা তাঁর লেখায় চমকে গেল মহী। 

লিখলেন তিনি বাউল, শ্যামা, ভজন, কীর্তন আর গজল, 

অফুরন্ত সুর-বৈভব এবং বাণীর অপর ঐশ্বর্যে মুগ্ধ সকল । 

লেখনী তাঁর গর্জে উঠেছে দুর্বলের শোষণ নীতির বিরুদ্ধে, 

সৃজনগাথার পংক্তিতে বিধৃত সবলের সাথে দুর্বলের যুদ্ধে। 

বললেন তিনি “বাজাও শঙ্খ, দাও আজান।” 

তাঁর হৃদয় থেকে বাঙ্ময় হল ঐক্যের জয়গান। 

নজরুলের সৃষ্টিগাথায় আমরা পাই যে বাঁচার আশা, 

‘টর্ণেডো’-র মতো আঘাত আসুক যতই সর্বনাশা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন