মন বলে
-----অমল কুমার মাজি
নাইবা গেলাম এক্ষুণি সব ছেড়ে
আর কিছুকাল থাকলে কিসের ক্ষতি
জানি গো সব নেবেই তুমি কেড়ে
তবুও দাও সামান্য সম্মতি।।
কখনো বা মন বলে যাই-যাই
একটু পরেই তাকাই ফিরে -ফিরে
স্বজন-মায়ায় বাঁচারই গান গাই
সময় তুমি একটু চলো ধীরে।।
ফুরিয়ে যাওয়ার রৌদ্র -ছায়া খেলা
চ'লতে থাকে শুধুই নিরন্তর
একটু সোহাগ একটু অবহেলা
এসব নিয়েই চ'লছি জীবন 'ভর।।
এমনি ক'রেই যায় যদি দিন যাক
আর ক'টা দিন গাইতে যে চায় মন
দিনের আলো আর কিছুক্ষণ থাক
জীবন ক'রি একটু রোমন্থন।।
আমার প্রিয় সাহিত্য নয়ন পত্রিকা এইমাত্র পেলাম।বৃষ্টিস্নাত
উত্তরমুছুনঠান্ডা হাওয়ার মতই প্রাণে খুশীর পরশ পেলাম।অনেক অনেক
ধন্যবাদ সম্পাদক ও সমস্ত শুভানুধ্যায়ীদের।-অমল কুমার মাজি।পূর্ব বর্ধমান।পশ্চিম বঙ্গ।