স্বামীজির প্রতি
------ রাজেশ ভট্টাচার্য্য
প্রিয় স্বামীজি,
তুমি বেঁচে আছো
বেঁচেই আছো এবং বেঁচে থাকবে।
সশরীরে বেঁচে থাকলে হয়তো
আজ মরতে তিলে তিলে।
না হয় বাঁচিয়ে দিতে।
তুমি বলেছিলে---
"হে ভারত তোমার নারীজাতির আদর্শ
সীতা, সাবিত্রী, দময়ন্তী।"
হায়রে ভারত! হায়রে ভারতের সীতা
কত ক্লীব জ্বালিয়ে দিচ্ছে
কত সীতার অকাল চিতা।
কত রামও আজ বনবাসী
কত নারীর কারণে।
না না নারী নয়, সেও ক্লীব।
হাজারো শয়তানে মিশে
সে আর ক্লীবও নয়, সে বিধর্মী।
তুমি হয়তো জানো না যুগর্ষি,
বিবাহ এখন পুরোপুরি ব্যক্তিগত।
আর বার্ধক্য কাটে বৃদ্ধাশ্রমে।
তুমি বলেছিলে---
"হে বীর সাহস অবলম্বন কর---"
সাহস অবলম্বন করে আজ
রক্তস্নান করছে মূর্খের দল !
তাদের রক্তেও আজ নেই মানবপ্রেমের রক্ত
ভোগের নেশায় হয়েছে বিষাক্ত।
তোমার কাছে প্রার্থনা আমার
আবারও আশীর্বাদ করে বলো---
হে গৌরীনাথ, হে জগদম্বে,
তোমার সন্তানদের মনুষ্যত্ব দাও
ওদের মানুষ করো।
রচনা কাল:- ১২/০১/২০২২ ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন