সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

রাজেশ ভট্টাচার্য্য


        স্বাধীনতার মানে


                ----- রাজেশ ভট্টাচার্য্য


স্বাধীনতা কাকে বলে জানো? 

বলতে পারবে স্বাধীনতার মানে কী? 

হয়তো বলবে খুব সহজেই

মনের মত কোনো কিছু করা বা 

বলার অধিকারই স্বাধীনতা।  

স্বাধীনতার অর্থ বুঝে নিও তার কাছে-- 

যে দিন দুপুরে প্রকাশ্যে হয় ধর্ষিতা। 

কত ধর্ষিত হতেও দেখেছি আমি, 

রাতের অন্ধকারে কিংবা প্রকাশ্য দিবালোকে।

শুধু পার্থক্য একটাই--- 

কেউ হয় শরীরে আর কেউ হয় মনে।

ভাগ্যের পরিহাসে যে মেয়েটি খায় 

হোটেল থেকে আনা দুবেলা খাবার, 

দেওয়ালে লাগায় মা দুর্গার ছবি। 

সেই মেয়েটির কাছ থেকেও জেনে নিও, 

স্বাধীনতা কাকে বলে! 

যে মেয়েটি মাধ্যমিকে প্রথম, 

বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক, মস্ত বড়ো অফিসার। 

কিন্তু তার রক্ত ঝরে নিজের ঘরে। 

তার কাছ থেকেও জেনে নিও, 

স্বাধীনতা কাকে বলে! 

যে ছেলেটার শৈশব কাটছে 

চায়ের দোকানের কাপ-প্লেট ধুয়ে। 

সেও জানে স্বাধীনতা কাকে বলে। 

স্বাধীনতার মানে তারাই বোঝে 

যাদের স্বপ্ন হচ্ছে তিলে তিলে নাশ।

অন্যের স্বাধীনতা কেড়ে নিচ্ছে যারা, 

তাদের ভাগ্যে লেখা আছে নিশ্চিত সর্বনাশ।



রচনা কাল:- ২২শে জানুয়ারি ২০২২ ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন