পরিশ্রমী
------কিশোর কুমার ভট্টাচার্য
আমার আকাশ কুয়াশাজড়ানো
স্বপ্নের চাদর গায়ে দিয়ে অলসতাকে ক্ষণিকের বন্ধু ভেবে হয়তোবা চলতে পারে ;
আমার আকাশ
কালো মেঘের হামাগুড়ি কিংবা ঝাঁপাঝাপি
হয়তো বা দেখেছে
কিংবা আরও দেখবে!
আমার আকাশটায় কৃষ্ণপক্ষের পরশ লাগলেও
চতুর্দশীর পরই কিভাবে যেনো শুক্লা প্রতিপদ চলে আসে! অমাবস্যার আঁধার ;---
আমার আকাশ গাঙে ঢেউ এর ছবি আঁকতে পারেনা।
আমার আকাশটা
সাতরঙা বাহারি ফুলের স্বপ্নে বিভোর।
স্বপনচারিনী ফুল- মালার ডালি নিয়ে রয়েছে প্রতীক্ষায়
কখন যে পরিশ্রমীকে বরণ করে উপহারটি দেবে হাতে।
রচনা কাল:- ১৮/২/২০২২ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন