সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

হেমন্ত দেবনাথ

 

             অবসরগ্রহণ

                        -------হেমন্ত দেবনাথ।


কর্মজীবন  যেন এক সুবৃহৎ জগৎ। 

অবসরে যাওয়া থেকে  রেহাই  পাবে না কোনো মহৎ।

 হৃদয়ে বেজে উঠে বিচ্ছেদের সুর। 

অনুরণিত  হয় চলে যাওয়ার ধ্বনি।

তবুও---

 প্রকৃতির পান্থশালার যে অমোঘ রীতি।

এ  রীতি চলমান  থাকবে নিতি।


 

মনটা বড়োই ফাঁকা মনে হয়।

চেয়ে থাকি আকাশের  পানে শূন্য  হৃদয়ে।

কর্মক্ষেত্রটাই পেছনে পড়েই থাকলো। 

এর স্মৃতি আজীবনই মনের কোণে কড়া নাড়বে।

কোমলমতি মুখমন্ডলগুলো স্নেহ বাড়াবে।

যাবো না ভুলে তাদের দুষ্টুমিগুলো। 

থাকবে ওরা মম হৃদে 

চিরঅম্লান হয়ে।

সহকর্মীগণের সহমর্মিতা,এলাকার মানুষের 

ভালোবাসা পেয়েছি অনেক।

এ-সব স্মৃতি সুধায় ভরে

গেল চিত্তভূমি।

বিদায়কালে তাই কর্মক্ষেত্রেরে নমি।

প্রার্থনা করি,চন্দ্রের দীর্ঘবর্ষের মিলন সুষমায়---

জীবন  যেন ভরে উঠে পূর্ণতায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন