সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

সুজন দেবনাথ


       স্মৃতি হয়ে থাক


                 ------সুজন দেবনাথ


জীবন মানে যদি শুধু যুদ্ধই হবে

শান্তি তবে কোথায়?

খুঁজে খুঁজে যারে পথে পথে ফেরে

কতনা পথিক সদাই।।


কত প্রাণ রোজ মরে আর বাঁচে

জীবন রাঙাবে বলে।

কত প্রাণ রোজ হয় যে নিখোঁজ

মিথ্যে সাজানো ছলে।।


প্রত্যাশিত চাওয়া পাওয়া যত

নিমেষে ছাইয়ের স্তুপ।

কেউ চাইনা তবু হয় যে বিলীন

যতো না স্বাদের রূপ।।


এসেছি যখন ফিরে তো যাবো

এরই নাম তো জীবন।

স্মৃতি হয়ে থাক যত ইতি কথা

আসবে যখন মরণ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন