সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

কিশোর কুমার ভট্টাচার্য


      হাওয়াই মিষ্টি


           --------কিশোর কুমার ভট্টাচার্য


 বহু চিন্তন, বহু মনন

সাথে বহু আলাপন;

অবশেষে এলো 

সেই দিনক্ষণ 

একঘেয়েমির ঘটলো অবসান।  

বন্ধ্যাত্ব ঘুচবে --নতুনের বাণী 

নতুনের ঘোষণা। 

যুগ যুগ ধরে সঞ্চিত অভিশাপ 

অবগুণ্ঠিত পাষাণী অহল্যা রামের পরশে শিহরিত হয়ে জাগবে জাগবে,

সাজবে নতুন সাজে,

নব নব স্বাদের আস্বাদনে

রসনার ঘটবে পরিতৃপ্তি।

শ্রী রামের পাদস্পর্শে 

ত্রেতা যুগেই জড় অহল্যা 

সজীব হলেও 

আজ কলিযুগে জড়ত্ব ঘোচানোর মিথ্যা চেষ্টা 

শীতের কুয়াশাজড়ানো স্বপ্নে

হারিয়ে যাচ্ছে। 

চারিধারে পরিপাটির রমরমা 

কাজের ফল স্টলের গোল্লা --

হাওয়াই মিষ্টি! 

সন্দেশের সাজ  আগেরটাই হতে পারে--

কেবল মাল-মশলার বদল! 

কিন্তু ;

এটাও যে হয়ে উঠছে না  অদৃশ্যের লোল জিহবা 

আরো চায়,আরো চায়।


 

রচনা কাল:- ২৪/১/২০২২, সোমবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন