প্রভাতের রূপ
----- প্রিয়াঙ্কা নন্দী
ভোর হয়েছে
ফুল ফুটেছে
ডাকছে গাছে পাখি।
সব মানুষের
ঘুম ভেঙেছে
মেলেছে দুটি আঁখি।
সূর্য মামা
দিচ্ছে হামা
যাচ্ছে মানুষ কাজে।
খোকা মণি
স্কুলে যাবে
তাইতো বসে সাজে।
কাকা বাবু
লাঙ্গল কাঁধে
যাচ্ছে মাঠের পানে।
ভোরের হাওয়ায়
সুবাস ছড়ায়
শিউলি ফুলের ঘ্রাণে।
মা বোনেরা
সবাই মিলে
করছে গৃহে কাজ।
লিখছি আমি
যা দেখেছি
সাত সকালে আজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন