আমার ভারতবর্ষ
-------হেমন্ত দেবনাথ
আমার ভারতবর্ষ,তোমায়
আমি ভালোবাসি।
সবুজের নেশায় তুমি
চিরসবুজ আছ চিরকাল
তোমার স্মিত হাসি আছে
একগাল।
তুমি অনন্যা; তুমি হরিদ-অঙ্গী।
তোমায় আমি ভালোবাসি।
তোমার ক্রোড়ে পাখির ডাকে
আমি ঘুমিয়ে পড়ি।
আর পাখির ডাকে জাগি।
আমি প্রজাপতির ডানায়
চমকে উঠি।
মুগ্ধ -মেদুরতায় ভরে উঠে
মোর নয়ন দু'টি।
আমার ভারতবর্ষ। তোমায়
আমি ভালোবাসি।
তুমি বিভেদের মাঝে---
করেছ ঐক্যস্থাপন।
আনন্দে নানা ভাষাভাষী মানুষ
এথায় করছে দিনযাপন।
"যত মত,তত পথ"-কে
তুমি করেছ লক্ষ্যের অভিমুখীন।
পরকে আপন করে---
নিজে বুকে নিয়েছ তুলে চিরদিন।
আমার ভারতবর্ষ।
তুমি পরের সহিত আপনারে করিয়াছ----
ভেতরকার মেলবন্ধন।
ভেতরকার বিচিত্র বিভাগ
ও বিভেদের মাঝে-----
এনেছ সামঞ্জস্য।
তুমি বাজাইয়াছ ঐক্যের বাঁশি।
তোমায় আমি ভালোবাসি।
বিভেদকামিতার বিরুদ্ধে এগিয়ে এসেছ তুমি।
পূতঃবারি স্নাত তব ভূমি।
তোমার আছে ' একতার দ্যোতনা।
তাই তো তুমি মোদের প্রেরণা।
তোমার আছে সভাইর সাথে "সুজনতা।"
পরমত সহিষ্ণুতা।
"জাতীয় সমাজ" তুমি গড়িলে---
তার সাথে "জাতীয়তাবোধ" যোগ করিলে।
তুমি অনিন্দিতা। তুমি আমার প্রিয় ভারতবর্ষ।
তোমায় আমি ভালোবাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন