সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

মধুমিতা ভট্টাচার্য


            প্রলাপ


                     ------মধুমিতা ভট্টাচার্য


মন পাগলের ধুম জ্বরে

নকসী কাঁথার তাপ জড়িয়ে 

বেহুশ বাউল প্রলাপ বকে

তিন প্রহরের তেপান্তরে,

চাতক তৃষ্ণা বুক ফাটিয়ে 

চৈত্র আকাশ ছেদ করে,

বাউল আকাশ বাউল বাতাস 

অকাল হেমন্তে ঝড় তোলে,

হাঘরে বাউল তবু

আষাঢ়ে সুখের সাধ করে,

মন পোড়া তাপ শরীরে

ভোর শিশিরের খোঁজ করে,

ধুম জ্বরেতে ঘুম ঘরেতে

গুম হয়ে যায় মনের বাউল,

বালিশ চাপা আকাশ মাপা

এক ফালি মেঘ

টুকরো হয়ে বরফ জমে

রোজ নিয়মের রোদ মাখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন