হায় হেন রণঝংকারে
------ মিতালি দে
সমুদ্র নীলের স্বপ্নীল জগতে
ছোপ ছোপ সবুজে
ধূসর কালো বাদামি ছোট বড় অজস্র পথ ধরে
আমজনতা ছুটে চলে
শতাব্দীর পর শতাব্দী
শান্তির কোটর ছেড়ে অনির্দিষ্টের পথে
উদবাস্তু সময়ে আকুল অসহায়তায়,
পেছনে হায়েনার দল
ভারি বুটের শব্দ
প্রবল গোলাবর্ষণে
হিংস্র উন্মত্ততায়
বাতাসে হিসহিস শব্দে
গ্রাম গঞ্জ শহর তুলোট কাগজে ।
যারা সাম্রাজ্য ধরে রাখে
যারা মুষ্টিমেয়
রূপার কাঠি বদলে
যারা সোনার কাঠি রাখে
যারা মানচিত্র পালটায় ইচ্ছে য মতো
ক'জনার খেয়াল খুশি
গনদেবতার ভাগ্য নিয়ন্তা,
তারা হারায় কালের অতলান্ত কালো গভীরে,
আমজনতা ছুটতে থাকে
পদচিহ্ন আঁকে আগামীর পথে
নদী এসে মেশে যাটির সাথে
মাটি মিশে যায় মানুষের সাথে
মানুষ আকাশ একাকার হয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন