অভ্যাস
------ভবানী বিশ্বাস
আগে অমাবস্যা রাইতে পাহাড় থেইক্যা
নির্দ্বিধায় কেমন ঝর্ণা আনতাম,
ডর কারে কয় চিনতাম না।
মাটি কাইট্যা বানাইতাম পুকুর।
সারাদিন পরিশ্রম করলেও
দিনশেষে কেমন নিশ্চিন্তে ঘুমাইয়া পড়তাম!
প্রেশার স্যুগার বাড়লেও এত চিন্তা হইতো না।
তুমি আইয়নের পর নিজের লেইগ্যা খুব চিন্তা হয়।
মনটা কেবল কু-গায়, কু-কয়।
ভাবি, এইভাবে যে
আমি তোমার অভ্যাস হইয়া গেলাম
আমি চইলা গেলে তোমার কী হইব!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন