সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

ভবানী বিশ্বাস


                   অভ্যাস


                              ------ভবানী বিশ্বাস



আগে অমাবস্যা রাইতে পাহাড় থেইক্যা

নির্দ্বিধায় কেমন ঝর্ণা আনতাম, 

ডর কারে কয় চিনতাম না। 



মাটি কাইট্যা বানাইতাম পুকুর। 


সারাদিন পরিশ্রম করলেও

দিনশেষে কেমন নিশ্চিন্তে ঘুমাইয়া পড়তাম! 


প্রেশার স্যুগার বাড়লেও এত চিন্তা হইতো না। 


তুমি আইয়নের পর নিজের লেইগ্যা খুব চিন্তা হয়। 

মনটা কেবল কু-গায়, কু-কয়। 


ভাবি, এইভাবে যে 

আমি তোমার অভ্যাস হইয়া গেলাম

আমি চইলা গেলে তোমার কী হইব!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন