সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

লোপা চক্রবর্তী


             সাধের খেলাঘর 


                             -----লোপা চক্রবর্তী


ব্যস্ত পৃথিবীতে মনের খোঁজ কেউ রাখে না,

দুঃখেরা আসে বিনা নিমন্ত্রনে।

স্বপ্নের অপমৃত্যু এখানে স্বাভাবিক ঘটনা,

তবুও মন আশায় দিন গোনে।

কল্পনার জগৎ সুন্দর হলেও,

দিন শেষে মেনে নিতে হয় বাস্তবতা।

অলস দুপুরে একটু হাসির খোঁজে,

কেউ কেউ বোনে অলীক রূপকথা।

এই পৃথিবীর সকলেই আত্মমগ্ন,

স্বার্থের খেলায় মাতে প্রিয়জন।

ততোদিনই দাম থাকে তোমার,

যতদিন তোমার প্রয়োজন।

তবুও আমরা সাধের খেলাঘর গড়ি,

খুঁজে ফিরি মন ভোলানো খেলনা।

দিনের শেষে ধরা পড়ে যায় জারিজুরি,

হাসি দিয়ে লোকানো গভীর কান্না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন