সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

অমল কুমার মাজি


       শ্রীচরণেষু মা


                     -----অমল কুমার মাজি


দুষ্ট যখন দেশটাকে আজ

ক'রছে শ্মশান-ভূমি

দশ হাতে দশ অস্ত্র নিয়েও

চুপ কেন মা তুমি?


বল মাগো তুই নীরব কেন

নারীর লাঞ্ছনাতে

দানব গুলোর মুন্ড কেটে

ফেল না অস্ত্রাঘাতে।।


সকাল-সন্ধ্যে বারুদ-বোমার

গন্ধে বাতাস ভারী

সৃষ্টি কি আজ ধ্বংস হবে?

আভাস দেখি তারই।।


স্বাধীণ হ'য়েও নতুন ক'রে 

মানুষ পরাধীন 

বিদ্বজনের নেই প্রতিবাদ 

এমন অর্বাচীন।।


নেতার মুখে ফাঁকা বুলি

মিথ্যা প্রতিশ্রুতি 

সুযোগ নিতে মোসাহেবরা

ক'রছে স্তব ও স্তুতি।।


উত্তর থেকে দক্ষিণে আজ

 ব'ইছে রক্তধারা

নেই প্রতিকার,প্রতিটি দিন 

কাঁদছে স্বজন হারা।।


একটা মহিষাসুর মেরেই

কেন মা তুই চুপ

কৃপাণ হাতে ধর না মাগো

চামুন্ডারই রূপ।।


মহাকালের কোল ছেড়ে আয়

এবার মহাকালী

ভয়ঙ্করী রূপ দেখা তোর

আবার মুন্ডমালী।।


ছদ্মবেশী দানব গুলোয়

শেষ ক'রে দে আজ

শান্তি ফিরুক দেশের বুকে 

পালাক গুন্ডারাজ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন