সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

হেমন্ত দেবনাথ


        গোলাপ যায় মুছ্ড়ে


                               -----হেমন্ত দেবনাথ  


চরম আঁধারে আতরের গন্ধ যায় উবে। 

গভীর প্রণয়ের গোলাপ কখনও

                               যায় মুছড়ে - 

জীবনপথ-রেখাটি যায় দুমড়ে। 

ওদের জন্যে বুকে বড়ো বাজে। 

'নিরুপমারা' আজো আছে ।


লালসার ভাবনাই খালি-- 

প্রণয়ের গুড়ে বালি। 

অর্থলোভীদের লালসা যায় না 

পরিণয়ের মধুময় সম্পর্ক তো থাকে না। 

দর কষাকষি-----

'পাওনা' পেলে বেজায় খুশি । 


নইলে 'প্রণয়ের মানুষ'টা হয় খুনী

নিরুপমারা যতই হোক গুণী। 

পাওনা নেই নিরুপমাদের জীবন ভার যাবে-- 

প্রণয়-পক্ষের কুমন্ত্রণায় --

অপমানে-গঞ্জনায় আর--

মৃত্যু-লাঞ্ছনায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন