জীবন সন্দর্ভে
----- বিধানচন্দ্র দে
জন্ম থেকে মৃত্যু অবধি
ক্রমাগত সংঘর্ষ আর
সমঝোতার উপাখ্যান----
জীবন মানে জিগিষা,
জীবন মানে জীবিকা
জীবনের জন্যে জিঘাংসা
জীবন থেকেই জিজ্ঞাসা ---
উৎস থেকে মোহনা, আর
তট চর জলে ভেসে নদ নদী ।
এ আকাশ বাতাস মাটি
স্পর্শ করে কিয়ৎকাল
অবগাহনের নাম যদি হয়
জীবন
তাহলে জন্ম জন্মান্তরের
জীবন জীবনের খেলা
এক মস্ত প্রতারণা
স্বপ্নীল ধোঁকা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন