চক্রব্যূহ
------কিশোর কুমার ভট্টাচার্য
কত প্রতিভা হয় শিকার অহরহ মিথ্যা
বিচার বিবেচনার চাপে ।
অঙ্কুরেই ঘাস নাশের ঔষধ ছড়িয়ে বুঝিয়ে দেওয়া হয়
এখন আর ডাকবি কাকে?
ভেবেছিলিস হবি
বিটপ কিংবা মহীরুহ ;
অঙ্কুরেই তো দেখেছিস
এতো সহজ নয় ভেদ করা
প্রতিভা নাশের চক্রব্যূহ।
প্রতিভার বীজে ঐ দিন
অনেকেই দেখেছিল ;---
ভালো,ভালো আরো ভালো
বিশাল স্বপ্ন।
কিন্তু মিথ্যা স্তাবকতার
নিষ্ঠুর আঘাতে ---
বিশাল স্বপ্ন আজ চূর্ণ বিচূর্ণ
ঘূর্ণির দুঃস্বপ্ন।
তবুও ;
সূর্যের আলোর পরশ,
আগামী বর্ষার ছোঁয়ায় হয়তোবা
আবারও হতে পারে
প্রতিভার অঙ্কুরোদ্গম ;-
এ স্বপ্ন নিয়েই চলছে
আশার প্রদীপের জ্বলন।
১৬/০৩/২০২৩, বৃহস্পতিবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন