সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

মিঠু মল্লিক বৈদ‍্য

 

                বারণ


                              -------মিঠু মল্লিক বৈদ‍্য


তুমি সৃষ্টি,প্রণয়ী,প্রলয়ংকরী

প্রকৃতি,শত রূপে মনমোহিনী।

সৃজনের ধারয়িতা,ধ্বংসের রুদ্রানী

তোমার গর্ভে জন্ম পুরুষ জাতি।


স্রষ্টার যাকিছু অর্ধে সমঅধিকার,

তবুও মুখবুঝে সও শত অনাচার।

পুরুষের অনুপ্রেরণা নারী,যোগায় শক্তি 

অথচ মুখলুকিয়ে কাঁদে নারীই।


যুগে যুগে অতীত সাক্ষী,

সীতা,অহল‍্যা,মন্দোদরী,দ্রোপদী

সমাজ তোমাদেরই বানিয়েছিল দোষী

আজও একই পথের পথিক তুমি।


একবিংশ শতকের মুক্ত গগনে

দগ্ধিত নারীর কালো ধোঁয়া ভাসে

ভুবন কাঁপে সম্ভ্রম হীনতার আর্তনাদে 

লাঞ্চনা বঞ্চনা অবিরত চলে।


দিনের নির্জনতায়,রাতের আঁধারে

একলা চলা আজও বারণ আছে।

অথচ জলে,স্থলে অন্তরীক্ষে

তোমার প্রদীপ্ততায় আলো জ্বলে।


সময়ের দাবীতে অধিকার আদায়ে

অবক্ষিত সমাজে মানবতা রক্ষিতে

হে নারী,উঠ তুমি জেগে

পুরুষ -নারীতে সমতা;জানাও সমাজেরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন