সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

সুজন দেবনাথ

 

       তুমি নবরূপে এসো


                     -------সুজন দেবনাথ


ওহে ঈশ্বর,

তুমি কি আজ চোখ বুজে আছো,

নাকি পাষাণ হয়ে গেছো?


হ্যাঁ জানি,তুমি এমনটাই করবে।

কারণ,সমাজের বুকে আজকের ভেদাভেদ টা

একদিন তুমিই তো সৃষ্টি করেছো।

যদি তা না হয় তবে কেন,

তুমি তোমার একই হাতের সৃষ্টিতে

এতো ভিন্নতা রাখলে?

কেন সৃষ্টি করলে ভালো-মন্দের?


দেব-দানব, সুর-অসুর তো--

তোমার হাতেই গড়া।

ওদের তুমি মানুষ না বানিয়ে

দস্যু বানালে বলেই তো--

আজ ওদের টানা-হ্যচরায় তুমি দিশেহারা।


তোমার সৃষ্টিই আজ তোমাকে

কটাক্ষ করা প্রশ্ন বাণে বিদ্ধ করে,

ভীষ্মের মতো শয্যাশায়ী করে রেখেছে!

আর চারিদিকে জ্বেলেছে প্রতিহিংসার আগুন।

যে আগুনে আজ তুমি দগ্ধা,

আর ধীরে ধীরে তুষের আগুনের মত

তোমার সৃষ্টি পুড়ে হচ্ছে ছাঁই।


বলো ঈশ্বর,

তুমি আর কতকাল চোখ বুজে থাকবে?

অন্যায়,অত্যাচার, আর পাপে

গোটা সৃষ্টি ধ্বংস হলে তবেই বুঝি চোখ খুলবে?


এইবার জাগো ঈশ্বর,

ধরনীর বুকে আবার শান্তি,সম্প্রীতি,

আর ঐক্য ফিরিয়ে আনতে

নবরূপে নেমে এসো তুমি,

তোমার সৃষ্টি রক্ষার্থে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন