সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

মলিনা দেবনাথ

  

                দহন


                        ------মলিনা দেবনাথ


অন্তর কুরে কুরে খায় অমুঘ যন্ত্রনা। 

অমৃতের সন্তানদের ভালোবাসা,

আজ ভয় জাগায়।

বিশ্বাসের ভিতরে ভিতরে জন্ম নেয় অবিশ্বাস। 

হাসির অন্তরালে প্রবাহিত রক্তগঙ্গা।

প্রজন্মে প্রজন্মে বদলায় ভাঁওতাবাজির ইতিহাস।

পুরোনো রক্তের শিরা অভ্যাস বসত ভুল করে।

তরঙ্গাইত জল, সোনা গলা রদ্দুর,

ভুল পথ দেখায়।

মেল-বন্দনের ধরণ পাল্টে সাঁত পাক পরিণত লিভটুগেদারে, 

আসল নকলের ভেদাভেদ ভেঙ্গে,

সোনা-মেকি সোনা একাকার

থেঁকে থেঁকে কথা কয় অপূর্ণ জীবন।

চোখে বাঁকা দৃষ্টি আড়াল করে

বাইরে বেরিয়ে আসে

মিষ্টি হাসির জোয়ার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন