দীপাবলী
-------- হেমন্ত দেবনাথ
কার্তিকের অমাবস্যায়--
দীপাবলী উৎসব।
প্রীতি-শ্রদ্ধা ও হর্ষে আপ্লুত সব।
মহামিলনের প্রেরণা দেয়।
ক্লেশ-যাতনা দূরে ভাসিয়ে নেয়।
উৎসব আনে "সংহতির বাণী।"
দূরে যায় সব আঁধার আর গ্লানি।
অসুররা সবে করিল চক্রান্ত --
স্বর্গরাজ্য করিবে আক্রান্ত।
দেবরোষে সৃষ্ট দেবী দুর্গতিনাশিনী।
তুমুল রণে স্বর্গরাজ্য ত্রাণিতে দেবী হলেন মহিষাসুরনাশীনি।
অসুররা পেল অপরিমিত সাজা--
দীপাবলী উৎসবে তাই তো শ্যামাপূজা।
ক্ষতিকর পোকারা সব মারা পড়ে ---
দীপাবলীর আলোকসজ্জায়।
কৃষক তখন পৃথিবীকে পায় নবসজ্জায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন