সেই ছেলেটি
-------অমল কুমার মাজি
সবুজ-সবুজ একটি ছেলে
থাকত সে এক গাঁয়ে
হাঁটত খালি পায়ে।।
মেঠো হাওয়া সাঁঝ-সকালে
ক'রত আদর তাকে
পথের বাঁকে-বাঁকে।।
নদীর তীরে কাশের বনে
ঘুরত সে আনমনা
খুঁজত জীবন-কণা।।
তারায় ভরা রাতের আকাশ
বাসতো তাকে ভালো
মাখিয়ে মিঠে আলো।।
কখন যে সব হারিয়ে গেল
জীবন-পথের বাঁকে
কঠিন ঘুর্ণিপাকে।।
প্রেমের কাঙ্গাল সেই ছেলেটি
ভুলেছে সব সুর
গাঁ যে অনেক দূর।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন