আমার ভুবন
-------শান্তশ্রী মজুমদার
রাতের আঁধার কেটে
সূর্য জাগে রোজ ভোরে।
সোনালী আলো ছড়িয়ে
চরাচর চোখ খোলে।
পূর্ব গগন হেসে ওঠে
কমলা আবির গায়ে মেখে।
প্রতিটি ভোর স্বর্গ রচে
প্রজাপতি ফুলের মিলনে।
ফুল সুন্দর রূপ সৌরভে
শিশুরা শুধুই মাতৃক্রোড়ে।
শিশুর হাসিতে স্বর্গ নামে
চাঁদ রূপসী হয় কোজাগরী রাতে।
মিটিমিটি তারারা পথচলে ছায়াপথে
ক্ষুদ্র তবু দীপালোক ছড়ায় ভুবনে।
রচনাকাল :- 5/11/2021
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন