অতীত স্মৃতি
-------- সুরমা আকতার
স্মৃতির পাতাটা আজ,
একটু দেখতে ইচ্ছে হচ্ছে।
যেখানে মিলে হাসিরছলে,
ছেলে মানুষী ভাবনাটুকু।
স্মৃতির পাতা আজ,
একটু দেখতে ইচ্ছে হচ্ছে।
ঐ মায়া মাখানো সোনালী দিনগুলো।
যেখানে হাসির ছলে রয়েছে ভুলকরা দিনগুলো।
মাঠের সেই লুকুচুরি খেলা,
আজ আর হয় না দৃশ্য।
আজ আর পাওয়া যায় না,
ঐ ছেলেবেলার বন্ধুর সঙ্গ।
ব্যস্ততায় বিভোর জীবন, আজ আর হয়না মিলন।
স্মৃতির পাতায় সবই আজ স্মৃতি,
ঐ দিনগুলো হারিয়ে গেছে ব্যস্ততার মাঝে।
যুগের পরিবর্তন এমন হচ্ছে,
অতীত স্মৃতি অতীতেই রয়ে যাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন