সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

সুরমা আকতার

 

       অতীত স্মৃতি 


              -------- সুরমা আকতার 



স্মৃতির পাতাটা আজ,

একটু দেখতে ইচ্ছে হচ্ছে।

যেখানে মিলে হাসিরছলে,

ছেলে মানুষী ভাবনাটুকু।

স্মৃতির পাতা আজ,

একটু দেখতে ইচ্ছে হচ্ছে।

ঐ মায়া মাখানো সোনালী দিনগুলো।

যেখানে হাসির ছলে রয়েছে  ভুলকরা দিনগুলো।

মাঠের সেই লুকুচুরি খেলা,

আজ আর হয় না দৃশ‍্য।

আজ আর পাওয়া যায় না,

ঐ ছেলেবেলার বন্ধুর সঙ্গ।

ব‍্যস্ততায় বিভোর জীবন, আজ আর হয়না মিলন।

স্মৃতির পাতায় সবই আজ স্মৃতি,

ঐ দিনগুলো হারিয়ে  গেছে ব‍্যস্ততার মাঝে।

যুগের পরিবর্তন এমন হচ্ছে,

অতীত স্মৃতি অতীতেই রয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন