তারার মেলা
------ প্রিয়াঙ্কা নন্দী
আঁধার রাতের কালো আকাশে
হাজার তারার মেলা ।
চমকে সেই তারারা মিলে
করছে কত খেলা।
আকাশ জুড়ে সকলে মিলে
রয়েছে কেমন করে।
দূর থেকে দেখে মনে হয়
হাজার টুকরো হীরে।
আমার মনের ইচ্ছা জাগে।
মেঘের ভেলায় ভেসে
কখনো যদি যেতে পারতাম
সেই তারার দেশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন