সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

পূজা নস্কর

     

                           ঘুমন্ত জ্ঞান 


                                         ------পূজা নস্কর 


মায়ের সেই দামাল ছেলেরা আজ তোমরা জেগে উঠো, 

আর থেকোনা তন্দ্রাচ্ছন্ন হয়ে।

তোমাদের যে খুব প্রয়োজন সমভূমি রক্ষার্থে ।

ওদের লালাহীত চোখ আমাদের একত্রে 

মহাশক্তিকে দেখে যেন ভয় পিছু হটতে বাধ্য হয়।

শক্ত করো কলমাস্ত্র গড়ে তোল বন্দুকের ন্যায়,

 কলমের প্রতিটি বর্ন হয়ে উঠুক গুলির সমান।

 বর্ণের প্রতিটি গুলিতে ওদের শেষ হোক পশু সত্তা।  

ওদের মাঝে বিবেক জাগ্রত হোক

হে ঈশ্বর ওদের আত্মাকে শুদ্ধিকরণ করো

চৈতন্য আনো মনে ।

অসহায় শিশুর কান্না আর ক্ষত নারীর আর্তনাদ 

তোমার কানে পৌঁছাচ্ছে না ?

এখনো কি নির্বাক হয়ে চুপ করে থাকবে 

তোমার অস্তিত্ব নিয়ে যে  সবাই প্রশ্ন করবে ...!

দামাল ছেলেদের মনে শক্তির প্রেরণা দাও 

হে ঈশ্বর কৃপা করো...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন