সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

জগন্নাথ বনিক

 

     গর্বিত মোরা বাঙ্গালী 


                         ------জগন্নাথ বনিক 


আমি গর্বিত আমি বাঙ্গালী,

আমি বাংলা কে ভালোবাসি।

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,

পালন করে মোদের বিশ্ববাসী।।


ইতিহাস সাক্ষী বাঙ্গালী বিপ্লবীরা,

স্বাধীনতার জন্য লড়াই করেছেন বীরের মতো।

জীবন দিয়েছিলেন ক্ষুদিরাম, সূর্যসেন, বাঘাযতিন,

আর বিনয় বাদল দিনেশের মতো।।


বাংলার কবি রবীন্দ্রনাথ লিখেছেন গীতাঞ্জলি,।

নজরুল, সুকান্ত, জীবনান্দ, মাইকেল মধুসূদন, বিদ‍্যাসাগর,

আরও আছেন বাঙ্গালীদের অনেক গর্বের কবি।।


সুভাষ ছিল বাঙ্গালী বীর বিপ্লবী, 

স্বাধীনতা সংগ্রামী।

পরাধীনতার হাত থেকে স্বাধীনতা ফিরিয়ে আনতে,

গঠন করেছিল আজাদ হিন্দ্ সশস্র বাহিনী।।


সৌরভ ছিল বাংলার গর্ব খেলতেন ক্রিকেট খেলা।

ক্রিকেট দুনিয়া শাসন করেছে সৌরভ,

দেখেছে বিশ্ববাসী বাঙ্গালী ক্রিকেটারদের খেলা।।


গর্ব করি বাংলা কে নিয়ে মোদের জন্ম বাংলা মায়ের কোলে।

বাংলা ভাষা আজ চর্চা হচ্ছে দেশ, বিদেশের বিশ্ববিদ্যালয়ে,

শুধুমাত্র বাংলা ভাষা শিখবে বলে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন