সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

সুজন দেবনাথ

 

          মাতৃভাষা


                     ------সুজন দেবনাথ


"আমার ভাইয়ের রক্তে রাঙানো

একুশে ফেব্রুয়ারি,

আমি কি ভুলিতে পারি?"

হায়রে আমার দুর্ভাগা সমাজ,

সভ্যতা ভুলে নিজেকে সঁপছে

বিদেশি আদপ কায়দায়।

এটা নাকি এখন আধুনিকতা,

মর্ডান স্টাইল!

বাঙালির তেলে ঝালে

সর্ষে ইলিশটা ছেড়ে এখন,

নিত্য টানাটানি চলছে

বিদেশি চাইনিজ নিয়ে।

আমার প্রিয়ভাষা, বাংলাভাষা

অমৃতময় মাতৃদুগ্ধ সমান।

যে ভাষাকে মর্যাদা দিতে

রক্তে রাঙিত হয়েছে কত,

আমার মাতৃভূমির তরুণ তাজা প্রাণ।

অথচ আজ সভ্য শিক্ষিত-

সমাজ কতো উন্নত,

নিজের মাতৃত্ব কে নির্বাসনে পাঠিয়ে,

বিদেশি ভাষা চর্চায় সদা মুখরিত!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন