বকুল মালা
-------- সুরমা আকতার
তোমার আমার সেই প্রথম দেখা,
বকুল ফুলের মালায় ছিল তা লেখা।
বকুল ফুলের মালার প্রতি ফুলে,
গেঁথেছি ভালোবাসার বাসা।
সেই নিশ্চুপ ভাবনা,
হৃদয়ে শিহরণ জাগানো...
আজও সেই মালা পড়াবো ভেবে,
বসে আছি স্বপনের উদ্যানে।
সেই উদ্যানে গাঁথছি বকুল মালা,
ভালোবাসার সেই রঙিন ফুল,
কবে জাগবে তোমার হৃদয়ে?
আমার সেই ভালোবাসা...
নিশ্চুপ এখনো স্বপনের উদ্যানে।
আড়াল হয়ে দেখি তোমার পথ চলা,
সাক্ষাৎ এ ভুলে যাই যা ছিল বলার।
দেখলে আরও দেখতে ইচ্ছে করে তোমার বদন,
ভুলে যাই যে তুমি এসেছ কখন।
আজও বলতে পারিনি তোমায় ভালোবাসি,
স্বপনের উদ্যানে আজও বকুল মালা গাঁথি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন