সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

মনচলি চক্রবর্তী

 

        মধুর স্বপ্ন 


                        -----মনচলি চক্রবর্তী 


পাখির গুনগুন সারাদিন 

এভাবেই কেটে যায় আমার একার দিন 

সবুজে  শ্যামলে মন ছুটে চলে 

কোন অজানা মায়াজালে

কাশফুলের ই গন্ধে 

যেন মন মাতাল করে

চলেছি কোন এক এক অজানা সূদুরে

অচেনা সাগর তীরে

মুক্তো যেথায় লুকিয়ে থাকে ঝিনুক মাঝারে

স্বপ্নিল চোখে ডুব দিয়ে ভেসে যাই

কোন অজানা সমুদ্র সৈকতে

অজানা অচেনা অবাক আনন্দে

মন মেতে উঠে নৃত্যের ছন্দে।

ফিরেছি যখন আমি মায়াজাল ছিঁড়ে একা আমাতে

মধুর স্বপ্ন গুলি পড়ে রইলো শুধু হৃদয় সাজাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন