সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

হেমন্ত দেবনাথ

 

                        মাতৃভাষা


                                   ------হেমন্ত দেবনাথ


মাতৃভাষা মানে স্রোতস্বিনীর স্রোতধারা।

মাতৃভাষা মানে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা।

মাতৃভাষা মানে মায়ের ভাষা।

মাতৃভাষা মানে রবীন্দ্রনাথ-বিদ্যাসাগরের-বিবেকানন্দের ভাষা।

মাতৃভাষা মানে সুন্দরের টানে পাগল-পারা মানুষের ভাষা।

মাতৃভাষা মানে রফিক-সালাম-বরকত আর জব্বারের ভাষা।

মাতৃভাষা মানে মানবমনের স্বতঃস্ফূর্ত প্রকাশ।

মাতৃভাষা মানে জোছনারাতের স্নিগ্ধ চাঁদ।

মাতৃভাষা মানে পবিত্র একগুচ্ছ গোলাপ

মাতৃভাষা মানে সংহতি আর স্নিগ্ধতা।

মাতৃভাষা মানে ক্লীবতা আর অপসংস্কৃতির বিদায়--

মাতৃভাষা মানে ভাষা রক্ষা করবো-- এ যে মোদের দায়।

মাতৃভাষা মানে ভাষা-শহীদের প্রতি মোদের প্রণতি--

মাতৃভাষা মানে "সব ভাষার সম্মানে সব ভাষার

বিকাশে" মোদের না হয় যেন ঘাটতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন