চাওয়া -পাওয়া
-----অমল কুমার মাজি
যাবো-যাবো করে হয়নি তো যাওয়া
এখনও দিব্যি আছি
হৃদয়ের কাছাকাছি !!
শেষ হয়নি যে তরী খানি বাওয়া
বুঝি আছে বাকি আরও চাওয়া-পাওয়া
তীর খুঁজে ফিরি ভাঙা হাল ধ'রি
খেলি শুধু কানামাছি!!
যেতে-যেতে পথে থেমেছি ক্ষণেক
এ দু'চোখ ভরে দেখেছি অনেক
যা পেয়েছি তাই নিয়েছি কুড়ায়ে
করি নাই বাছাবাছি!!
কি যে চাই সে তো এখনও বুঝিনি
অমূল্য সে ধনে কখনও খুঁজিনি
থাকে না যে ধন সেই ধনে বৃথা
আজও পথে-পথে যাচি !!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন