সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

অভিজিৎ দাস

 

   "ধর্মের নামে ভন্ডামি"

        

          -----অভিজিৎ দাস।


হে ঈশ্বর  আজিকে জাগো,

                      স্বার্থপর ধর্মান্ধদের মাঝে।

ধর্ম আজিকে পদলুন্ঠিত,

                   যোগনিদ্রা কি তোমার সাজে?


তুমি যাদের দিয়েছো প্রাণ,

                   শিখিয়েছো ধর্ম,দিয়েছো জ্ঞান।

তারাই করছে তোমারে অপমান,

              চূর্ণ করো তাদের স্বার্থ ও সম্মান।


যাদের তুমি বেসেছো ভালো,

                     দিয়েছো ব্রহ্ম জ্ঞান।

তারাই ক্ষুদ্র -খন্ড করেছে,

                    তোমার বেদ,বাইবেল ও কোরআন।


মন্দির,মসজিদ ও গির্জা নিয়ে,

                       আজ চলছে শুধু দ্বন্দ্ব।

ধর্মান্ধদের হানাহানি ও মারামারি,

                         বুঝি আর হবে নাকো বন্ধ!


আজ ধর্মের নামে ভন্ডামি করে,

                    যত স্বার্থান্বেষীর দল।

ধর্ম আজিকে পদলেহন করে,

                         বিজয়ী আজ  বাহুবল।


আজ যোগনিদ্রা ত‍্যাজ হে শঙ্কর,

                  বাজুক মহাপ্রলয়ের ডঙ্কা।

আজ ঘুচে যাক যত অপরাধ,

                          পাপী-তাপীদের যত শঙ্কা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন