সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

কিশোর কুমার ভট্টাচার্য

 

      ফেব্রুয়ারীর একুশ 


                         -----কিশোর কুমার ভট্টাচার্য 


প্রভাতের অরুণোদয়ে

গুঞ্জন আর কাকলিতে

চারিদিক হরবোলা। 

শিশুরা খুলেছে বইয়ের পাতা

শিখছে মাতৃভাষার বর্ণমালা। 

রফিক, জব্বার, বরকত,

সুকোমল,সুদেষ্ণা আর সালাম

মাতৃভাষার পতাকাতলে দাঁড়িয়ে 

তোমাদের স্মরি,জানাই সালাম।

মাতৃভাষা! 

তুমি হৃদয় জুড়ে রয়েছ বসি,

তোমার জোরেই সাদা পাতায় সবাই চালায় ভাঙা- গড়ার মসি।

মাতৃভাষায় কান্না- হাসি

এই ভাষাতেই সুনাম, 

বিদেশি র দাপটে 

মাগো!

আর যেন না হয় তোমার বদনাম।



রচনাকাল :-২১-০২-২০১২, মঙ্গলবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন